সহজ জয়ে কোপার শুভ সূচনা যুক্তরাষ্ট্রের
২৪ জুন ২০২৪ ০৭:১৮ | আপডেট: ২৪ জুন ২০২৪ ০৭:৩২
কোপা আমেরিকার গ্রুপ সি এর অন্যতম ফেভারিট দল তারা। ঘরের মাঠে কোপার শুরুটা জয় দিয়েই করল যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে ক্রিশ্চিয়ান পুলিসিচ ও ফোলারিন বালোগানের গোলে বলিভিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা।
ম্যাচের মাত্র ৩ মিনিটেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। উইয়ার পাসে বল পান পুলিসিচ। দুর্দান্ত এক শটে বল জালে জড়ান তিনি। জাতীয় দলের হয়ে এটিই তার প্রথম গোল। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করে যুক্তরাষ্ট্র। পুলিসিচের বাড়ানো বল পেয়ে বক্সের ভেতর বাঁ পায়ের মাপা শটে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে যেন বালোগান।
৫৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল পেতে পারতেন বালোগান। তবে বল জালে জড়ালেও অফসাইডের জন্য বাতিল হয় গোল। ৭৩ মিনিটে গোলের সম্ভাবনা জাগিয়েছিল বলিভিয়া, তবে টেরসেরোসের শট সহজেই ঠেকিয়ে দেন যুক্তরাষ্ট্র কিপার।
শেষ পর্যন্ত ম্যাচে আর গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ সি এর শীর্ষে উঠল তারা।
সারাবাংলা/এফএম