Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ব্রাজিল এখনো ভারসাম্য খুঁজে পায়নি’

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২৪ ১৩:৪৯

টুর্নামেন্টের অন্যতম ফেভারিট তারা। কোপা আমেরিকার এবারের আসর শুরুর ৪ দিন পর অবশেষে মাঠে নামছে টুর্নামেন্টের ইতিহাসের অন্যতম সফল দল ব্রাজিল। কোস্টারিকার বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলছেন, এখনো একাদশে পূর্ণ ভারসাম্য খুঁজে পায়নি ব্রাজিল।

ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন অল্প কিছুদিন হলো। দরিভালের অধীনে অবশ্য বেশ ভালোই সাফল্য পেয়েছে ব্রাজিল। তার অধীনে চারটি প্রীতি ম্যাচে অপরাজিত আছে ব্রাজিল। জয় পেয়েছে ইংল্যান্ড ও মেক্সিকোর বিপক্ষে। ড্র করেছে স্পেন ও যুক্তরাষ্ট্রের সাথে। তবে অপরাজিত থাকলেও এই চার ম্যাচে রক্ষণভাগের দুর্বলতা বেশ ভুগিয়েছে ব্রাজিলকে। মাঝমাঠেও নিজেদের হারিয়ে খুঁজেছেন ব্রাজিলের ফুটবলাররা।

বিজ্ঞাপন

দরিভাল বলছেন, একাদশের ভারসাম্য মূল টুর্নামেন্ট শুরুর আগেই খুঁজে বের করতে চান তিনি, ‘আমাদের একটা ভারসাম্য খুঁজে বের করতে হবে। এই দলটা মাত্র তিন মাস আগে গড়া। এখানে ছেলেরা ১৫-২০ দিন পর চলে যায়। ফুটবলে অনুশীলনটা জরুরি। আমরা এজন্য সবাইকে ধারাবাহিক করার চেষ্টা করি। দলের মাঝে আত্মবিশ্বাস আনতে চাই। তারা যেন স্বতন্ত্রভাবে মাঠে পারফর্ম করতে পারে।’

কোস্টারিকার বিপক্ষে ম্যাচের আগে একাদশের মাত্র দুই ফুটবলারের কথাই নিশ্চিত করলেন দরিভাল, ‘শুরুর একাদশে মিলিতাও ও আরানা থাকবে। প্রতি ম্যাচেই পরিবর্তন আসতে পারে। সবাইকে নিয়েই আমাদের প্রত্যাশা কম নয়। আমরা সব পরিস্থিতির জন্য তৈরি থাকতে চাই।’

আগামীকাল সকাল ৭টায় ডি গ্রুপের প্রথম ম্যাচে ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হবে ব্রাজিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

কোপা আমেরিকা ২০২৪ ডরিভাল জুনিয়র ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর