সায়েদাবাদে জেএমবির ২ সদস্য গ্রেফতার
২০ ডিসেম্বর ২০১৭ ১৪:৩২
স্টাফ করেসপন্ডেন্ট
রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
মঙ্গলবার মধ্যরাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে মো. মিজানুর রহমান ও ইব্রাহিম খলিল নামে জেএমবির এ দুই সদস্যকে গ্রেফতার করে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বুধবার সারাবাংলাকে জানান, তাদের বিরুদ্ধে নারায়নগঞ্জের বন্দর থানায় গত ২ আগস্ট সন্ত্রাস দমন আইনে একটি মামলা করা হয়েছিল।
গ্রেফতার মিজানুর ও খলিলের কাছ থেকে জঙ্গিবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
সারাবাংলা/এসআর/এমআই