সেমির কঠিন সমীকরণকে সামনে রেখে বাংলাদেশের আফগান পরীক্ষা
২৪ জুন ২০২৪ ২০:৪১
সুপার এইটের প্রথম দুই ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়ার কাছে হেরে সেমির স্বপ্ন কার্যত শেষই হয়ে গিয়েছিল বাংলাদেশের। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানদের অবিশ্বাস্য এক জয়ে টুর্নামেন্টে টিকে আছে বাংলাদেশ। সেমিতে যাওয়ার রাস্তা ভীষণ কঠিন হলেও কাগজে-কলমে এখনো সেটা সম্ভব! নিজেদের ম্যাচে ভারত অজিদের হারিয়ে দিলেই কেবল সমীকরণের হিসেবে আশা বেঁচে থাকবে বাংলাদেশের। সেন্ট ভিনসেন্টে সুপার এইট পর্বের শেষ ম্যাচে আগামীকাল ভোর ৬টা ৩০ মিনিটে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ কি পারবে জয় দিয়ে সুপার এইট শেষ করতে?
পরিসংখ্যান
টি-২০ ফরম্যাটে দুই দল মুখোমুখি হয়েছে ১১ বার। এর মাঝে আফগানরা জিতেছেন ৬ ম্যাচে, বাংলাদেশের জয় ৫ ম্যাচে। টি-২০ বিশ্বকাপে একবারই মুখোমুখি হয়ে বাংলাদেশ-আফগানিস্তান। ২০১৪ সালের সেই ম্যাচে আফগানদের উড়িয়ে দিয়ে ৯ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ।
পিচ ও কন্ডিশন
সেন্ট ভিনসেন্টের পিচে বিশ্বকাপের চার ম্যাচের চারটিই ছিল লো স্কোরিং থ্রিলার।এর মাঝে ছিল বাংলাদেশ-নেপাল ম্যাচও। প্রতি ম্যাচেই আগে ব্যাট করা দল জয় পেয়েছে। টসে জিতে চাই আগে ব্যাটিং করতে চাইবেন দুই দলের অধিনায়ক। তবে এই ভেন্যুতে এখন পর্যন্ত টসে জয়ী দল জয়ের দেখা পায়নি!
ম্যাচের দিন এখানে আছে বৃষ্টির পূর্বাভাস। সেক্ষেত্রে ম্যাচের পরিধি কমেও আসতে পারে।
দলের খবর
ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের একাদশ নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। ঠিক কি কারণে তাসকিন আহমেদ সেদিন মাঠে নামেননি, সেটাও জানা যায়নি। জাকের আলির বাজে ফর্মের কারণে দলে তার জায়গা নিয়েও উঠেছে প্রশ্ন। আফগানদের বিপক্ষে তাই বাংলাদেশ একাদশে আসতে পারে পরিবর্তন। জাকের আলির পরিবর্তে দলে ঢুকতে পারেন তাসকিন অথবা শরিফুল। টপ অর্ডারে কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়া জয়ের পর ফুরফুরে মেজাজে আছে আফগানিস্তান। সেই ম্যাচের একাদশ থেকে তাই পরিবর্তন আসার সম্ভাবনা নেই বললেই চলে।
অসম্ভব সমীকরণ কি শেষ পর্যন্ত মেলাতে পারবে বাংলাদেশ?
সেমিতে যাওয়ার জন্য বাংলাদেশের প্রথম কাজ আফগানদের হারানো। তবে শুধু হারালেই চলবে না, জিততে হবে বড় ব্যবধানে। ওদিকে আশা করতে হবে ভারত যেন অজিদের বড় ব্যবধানে হারিয়ে দেয়। অস্ট্রেলিয়া যদি ভারতের বিপক্ষে ১ রানেও হারে, তাহলে তাদের নেট রানরেট দাঁড়াবে ০.১১৭। সেক্ষেত্রে আফগানরা যদি প্রথমে বোলিং করে, বাংলাদেশকে করতে হবে ২০০ রান। এরপর বল হাতে আফগানদের বিপক্ষে দারুণ পারফর্ম করে জিততে হবে ৮৫ অথবা এর বেশি রানের ব্যবধানে। তাহলেই কেবল অস্ট্রেলিয়াকে টপকে সেমিতে যাবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ভারতের কাছে আরও বড় ব্যবধানে হারলে সমীকরণটা আরেকটু সরল হবে শান্তদের জন্য।
আফগানদের জন্য সমীকরণটা তুলনামূলকভাবে বেশ সহজ। নিজেদের ম্যাচে বাংলাদেশকে যেকোনো ব্যবধানে হারাতে হবে। অন্য ম্যাচে ভারত যেকোনো ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারালেই ৪ পয়েন্ট নিয়ে সেমিতে পৌঁছে যাবেন তারা। অস্ট্রেলিয়া জিতলে আসবে রান রেটের হিসাব। সেক্ষেত্রে অজিরা যদি ভারতকে ১ রানে হারায়, তাহলে বাংলাদেশকে ৩৬ রানে হারালেই সেমি নিশ্চিত হবে আফগানদের। অজিদের জয়ের ব্যবধান বাড়ার সাথে আফগানদের জয়ের ব্যবধানও বাড়তে হবে। নিজেদের ম্যাচ ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের পরে হওয়ায় আফগানিস্তানের সামনে সমীকরণটা জানাই থাকবে।
আজ ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে অস্ট্রেলিয়া জিতলেই শেষ হয়ে যাবে টিমটিম করে জ্বলতে থাকা বাংলাদেশের সেমির স্বপ্নটা। তখন আফগানদের বিপক্ষে ম্যাচটা শুধুই নিয়ম রক্ষার। জয় দিয়েই কি এবারের বিশ্বকাপটা শেষ করতে পারবেন সাকিবরা?
সারাবাংলা/এফএম