Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সেন্টমার্টিনের মানুষের মনের আতঙ্ক দূর করুন’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৪ ২৩:৫৪

সংসদ ভবন থেকে: সমগ্র বিশ্ব ও জাতি সেন্ট মার্টিনের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল(অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম। তিনি সেন্ট মার্টিনের মানুষের মনের আতঙ্ক দুর করার পদক্ষেপ নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

বিজ্ঞাপন

সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘বাজেটের অনেক বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করে বক্তব্য দেওয়ার জন্য জ্ঞানী ব্যক্তির প্রয়োজন। কিন্তু বাজেটটা আসলে ভালো না মন্দ, এ প্রশ্নের উত্তর দিতে গেলে বাংলা ভাষার একটা প্রবাদই যথেষ্ট- বৃক্ষ তোমার না কী, ফলে পরিচয়। মানুষ যখন বলবে তাদের জীবন মান উন্নত হচ্ছে, তাদের কষ্ট কমেছে, তখন আমরা সবাই এক বাক্যে বলব ভালো বাজেট হয়েছে। অন্যথায় ভালো বাজেট বলার জন্য সময় নিতে হবে।’

তিনি বলেন, ‘আমি একটা কথা বলতে চাই আইনশৃঙ্খলা বাহিনীগুলো প্রসঙ্গে। আমার এলাকায় দেখেছি মাদকের বিশাল আক্রমণ। চকরিয়া থানার ওসি দুই দুই বার রেকর্ড পরিমাণ মাদক জব্দ করেছেন। কিন্তু জনবল স্বল্পতার কারণে বেআইনি অস্ত্রধারী চোরাকারবারিদে ধরতে পারছেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোতে জনবলের যে স্বল্পতা তা দূর করা দরকার।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের সামনে যে বাধা তার মধ্যে অন্যতম মাদক, দ্বিতীয় দুনীতির সর্বগ্রাসী আগ্রাসন, তৃতীয় ডিজিটাল প্লাটফর্ম ও আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের অপব্যবহার। আমাদের নৈতিকতা ধ্বংসের কারণে যা কিছু প্রয়োজন এই তিনটি জিনিস তার প্রতিফলন। আমি আবেদন করছি সরকারের কাছে দুর্নীতি দমনের জন্যে শুধুমাত্র দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী না করে, তাদের তাগাদা না দিয়ে একটি জাতীয় কর্মকৌশল আবিষ্কার করা প্রয়োজন।’

বিজ্ঞাপন

বাংলাদেশের দুর্নীতি একটা সুইচ টিপলে বা কমান্ড দিলে যাবে না; এর জন্য জাতীয় কর্মপরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন তিনি।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

সেন্টমার্টিন সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর