টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন সৌম্য-তাসকিন
২৫ জুন ২০২৪ ০৬:০৩
সুপার এইটের শেষ ম্যাচে গিয়ে সেমিতে ওঠার সম্ভাবনা আছে তিন দলের। জটিল সব সমীকরণকে সামনে রেখে কিংসটনে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছে আফগানিস্তান।
সেমিতে ওঠার লড়াইয়ে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে কঠিন সমীকরণ। আফগানদের শুধু হারালেই চলবে না, হারাতে হবে বড় ব্যবধানে। এই লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ। শেষ ম্যাচে দলে এসেছে দুই পরিবর্তন। শেখ মাহেদি ও জাকের আলির পরিবর্তে দলে ফিরেছে তাসকিন আহমেদ ও সৌম্য সরকার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিশ্বাস্য সেই জয়ের ম্যাচের একাদশে পরিবর্তন আনেনি আফগানরা।
বাংলাদেশ একাদশ- তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তানজিম তামিম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সৌম্য সরকার।
আফগানিস্তান একাদশ- রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নাগেভালিয়া খারোটে, নুর আহমেদ, নাভিন উল হক, ফজল ফারুকি।
সারাবাংলা/এফএম