প্যারাগুয়েকে হারিয়ে কোপা শুরু কলম্বিয়ার
২৫ জুন ২০২৪ ০৬:৩০ | আপডেট: ২৫ জুন ২০২৪ ০৬:৫১
দুই বছরের বেশি সময় ধরে কোন আন্তর্জাতিক ম্যাচে হারের মুখ দেখেননি তারা। কোপা আমেরিকার প্রথম ম্যাচেও বজায় থাকল কলম্বিয়ার অবিশ্বাস্য এই জয়ের ধারা। গ্রুপ ডি এর ম্যাচে প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়ে জয় দিয়েই কোপা মিশন শুরু করল কলম্বিয়া। এতে টানা ২৪ ম্যাচ অপরাজিত রইল তারা।
ম্যাচের শুরু থেকেই দাপটের সাথে খেলেছে কলম্বিয়া। তবে গোলের দেখা পাচ্ছিলেন না তারা। অবশেষে ৩২ মিনিটে ভাঙে ডেডলক। রদ্রিগেজের বাড়ানো বলে দলকে এগিয়ে দেন ড্যানিয়েল মুনোজ।
প্রথমার্ধ শেষ হওয়ার আগে আবারও গোল পায় কলম্বিয়া। বিরতির ঠিক ৩ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন জেফারসন লার্মা। প্রথম গোলের মতো এবারও অ্যাসিস্ট ছিল রদ্রিগেজের। ২-০ গোলে এগিয়ে থেকেই হাফ টাইমে যায় কলম্বিয়া।
পিছিয়ে থেকে সমতা ফেরাতে মরিয়া প্যারাগুয়ে দ্বিতীয়ার্ধে বেশ আক্রমণাত্মক ভঙ্গিতেই খেলেছে। ৬৯ মিনিটে এক গোল শোধও করেন তারা। সোসার পাসে বল পেয়ে ব্যবধান কমান হুলিও এনসিসো। ৮৬ মিনিটে পেনাল্টি পেয়েছিল কলম্বিয়া, তবে ভিএআরের সাহায্যে তা বাতিল করেন রেফারি।
শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কলম্বিয়া। এই জয়ে গ্রুপ ডি এর শীর্ষে আছে তারা। গ্রুপের অন্য ম্যাচে মাঠে নামবে ব্রাজিল-কোস্টারিকা।
সারাবাংলা/এফএম