এক আসরে ১৪ উইকেট নিয়ে সাকিবকে ছাড়িয়ে গেলেন রিশাদ
২৫ জুন ২০২৪ ০৮:৫৩
এবারের টি-২০ বিশ্বকাপের আগে তাকে নিয়ে ছিল বড় প্রত্যাশা। বিশ্বকাপে সেই প্রত্যাশা দারুণভাবেই পূরণ করেছেন স্পিনার রিশাদ হোসেন। নিজের প্রথম বিশ্বকাপ খেলতে গিয়েই করলেন রেকর্ড। আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচে তিন উইকেট নেওয়ার সুবাদে এবারের আসরে তার উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ১৪। টি-২০ বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের হয়ে তিনিই সর্বোচ্চ উইকেটশিকারি। রিশাদ ছাড়িয়ে গেছেন ২০২১ সালে ১১ উইকেট নেওয়া সাকিবকে।
শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন রিশাদ। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিয়েছেন ৩২ রানে ১ উইকেট। নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ম্যাচে ৩৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন রিশাদ।
নেপালের বিপক্ষে উইকেটশূন্য ছিলেন রিশাদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটের প্রথম ম্যাচে ২৩ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি। ভারতের বিপক্ষেও নিয়েছেন ৪৩ রানে ২ উইকেট। আজ আফগানদের বিপক্ষে ২৬ রানে ৩ উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়লেন রিশাদ। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত তার উইকেটসংখ্যা ১৪। এক আসরে বাংলাদেশের হয়ে এটিই সর্বোচ্চ উইকেট।
রিশাদ ছাড়িয়ে গেছেন সাকিবকে। ২০২১ বিশ্বকাপে ১১ উইকেট নিয়েছিলেন সাকিব। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন তানজিম সাকিব, এবারের আসরে ১১ উইকেট নিয়েছেন তিনি। ২০১৪ আসরে ১০ উইকেট নিয়ে চতুর্থ স্থানে আছেন আল আমিন। ২০১৬ বিশ্বকাপে ১০ উইকেট নিয়েছিলেন সাকিব।
সারাবাংলা/এফএম