Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় দু’টি রাসেল ভাইপার পিটিয়ে মারলেন স্থানীয়রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৪ ১২:১৪

নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলার নেউটা ও রাঙ্গামাটি এলাকায় দু’টি রাসেল ভাইপার সাপ পিটিয়ে মেরেছেন স্থানীয়রা। গতকাল সোমবার বিকেলে স্থানীয়রা লাঠি দিয়ে পিটিয়ে মারে সাপগুলো।

মঙ্গলবার (২৫ জুন) সকালে ধামইরহাটের স্থানীয় বাসিন্দা রেজাউল হক জানান, ধামইরহাট এলাকায় এর আগেও রাসেল ভাইপার সাপ উদ্ধার হয়েছে। ভারত সীমান্তসংলগ্ন ও আত্রাই নদী তীরবর্তী এলাকায় ইতোপূর্বে এই সাপ মাঝেমধ্যেই উদ্ধার হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় পাইকবান্দা বন বিট কর্মকর্তা ফরহাদ জাহান জানান, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত এ অঞ্চলে প্রায় ১০ রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপ উদ্ধার হয়েছে। কয়েক বছর আগে ধামইরহাট উপজেলার রাঙ্গামাটি এলাকায় রাসেল ভাইপারের কামড়ে এক কৃষক আক্রান্ত হয়েছিলেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন।

বেশ কিছুদিন পর আবারও এই সাপের উপদ্রপ বেড়েছে। তাই সবাইকে সচেতন থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান বিট কর্মকর্তা ফরহাদ।

এদিকে সাপের উপদ্রপ থেকে রক্ষায় জেলা জুড়ে সতর্কীকরণ প্রচারণা চালানোর কথা জানান নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা। জেলার প্রতিটি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত প্রতিষেধক মজুত রাখা হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

নওগাঁ রাসেল ভাইপার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর