Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঋণের চাপে চিরকুট লিখে আ.লীগ নেতার আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৪ ১৭:১৫

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় ঋণের চাপে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে কামাল উদ্দিন মজুমদার (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতা আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৫ জুন) দুপুর সোয়া ‌১২টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে সোমবার (২৪ জুন) দিবাগত রাতে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লুধুয়া দিঘির পাড় এলাকার নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি। কামাল উদ্দিন মজুমদার, উপজেলার কেশারপাড় ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের লুধুয়া দীঘির পাড় এলাকার মজুমদার বাড়ির মৃত ছলিম উদ্দিন মজুমদারের ছেলে। তিনি একই ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি ছিলেন।

কেশারপাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আলেক হোসেন বলেন, ঋণের চাপে কামাল উদ্দিন মজুমদার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি ছিলেন। চিরকুটে তিনি ঋণের বিষয়টি উল্লেখ করে গেছেন।

কেশারপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বেলাল ভূঁইয়া বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। মূলত তার পেছনে তার পরিবারে হাল ধরার মত আর কেউ ছিল না। তার আয়-রোজগারে সংসার চলত। বিভিন্ন সময় মানুষের কাছ থেকে ধার নিয়েছেন। কিন্তু পরিবারে কেউ সাহায্যকারী ছিল না। দেনার চাপে তিনি আত্মহত্যা করেন।

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, কামাল মজুমদার পেশায় একজন কৃষক ছিলেন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিল বলে জানান স্থানীয়রা। সোমবার দিবাগত গভীর রাতে তিনি পরিবারের সদস্যদের অগোচরে ঘরের সামনে কাঁঠাল গাছের সঙ্গে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের সময় তার স্বজনদের কাছে ছয় পৃষ্টার একটি চিরকুট পাওয়া গেছে। তাতে তার মৃত্যুর কারণ হিসেবে ঋণের চাপ ও অভাব অনটনকে দায়ী করা হয়েছে। তবে চিরকুট নিহত কৃষকের হাতের লেখা কিনা তা খতিয়ে দেখা হবে। আজকে তার এক লক্ষ টাকার ওপরে ঋণের টাকা পরিশোধ করার কথা ছিল।

এসআই জাকির হোসেন আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।

সারাবাংলা/এনইউ

আওয়ামী লীগ আত্মহত্যা ঋণ টপ নিউজ নেতা সেনবাগ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর