Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপি আনার হত্যা: গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে স্থানান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৪ ১৯:২৪ | আপডেট: ২৫ জুন ২০২৪ ২২:১৮

ঝিনাইদহ: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে ঝিনাইদহ জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৪টার দিকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঝিনাইদহ কারাগারে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি প্রিজন ভ্যানে তাকে কঠোর নিরাপত্তার মাধ্যমে ঝিনাইদহে নিয়ে যাওয়া হয়। এর আগে ঝিনাইদহ জেলা শহরের বিভিন্ন স্থানে কঠোর পুলিশি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার জানান, সংসদ সদস্য আনার হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল অরফে গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, পুলিশের একটি সূত্র জানিয়েছে, বাবুকে নিয়ে বুধবার (২৬ জুন) তার ফেলে দেওয়া মোবাইলসহ আলামত উদ্ধার অভিযান হতে পারে।

সারাবাংলা/এনইউ