Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেএমপির অফিসার্স মেস উদ্বোধন করলেন আইজিপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৪ ২১:২২

খুলনা: খুলনা মেট্রোপলিটন পুলিশের অফিসার্স মেস উদ্বোধন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার (২৫ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে লাল ফিতা কেটে এবং নামফলক উন্মোচনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে খুলনা মহানগরীর খালিশপুরে অবস্থিত পুলিশ অফিসার্স মেসটি উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল আইজিপিকে হাউস গার্ড সালামী প্রদান করেন।

এ সময় কেএমপির পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডএফ) সরদার রকিবুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতি. দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপারেশন) মোছা. তাসলিমা খাতুনসহ কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

সারাবাংলা/একে

আইজিপি কেএমপি মেস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর