উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অবৈধ দ্বৈত নাগরিকত্বের অভিযোগ
২৫ জুন ২০২৪ ২১:২৭
খুলনা: খুলনার বটিয়াঘাটা উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান তুহিন রায়ের বিরুদ্ধে অবৈধ দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনেছেন পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী জুবাইরুল হক।
মঙ্গলবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে জুবাইরুল হক বলেন, ‘নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান তুহিন রায় একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের নাগরিক। তিনি তথ্য গোপন করে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। যা নির্বাচন নিতিমালা (সংবিধান) ৬৬/২(গ) ধারা লঙ্ঘন।
তিনি আরও বলেন, ‘তুহিন রায়ের ভারতে একটি বাড়ি আছে। যার নম্বর ঘ০০৯০-১৬ দমদম, পশ্চিম বাংলা, ভারত। ভারতে তার এপিক নম্বর সি ডি কে -৩৭১৬৮৫৯ নব কামারগাতি শিশু শিক্ষাকেন্দ্র। অথচ তিনি তথ্য গোপন করে নির্বাচন কমিশন এবং জণগনের সঙ্গে প্রতারণা করেছেন।’
দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান তুহিন রায় জানান, তিনি বাংলাদেশের নাগরিক এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এলাকাবাসীর দোয়া ও আর্শীবাদে তিনি বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পরাজিত প্রার্থী ভুয়া কাগজপত্র তৈরি করে তার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন।
সারাবাংলা/একে