Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোতলজাত পানির দাম বাড়ানোর প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৪ ২৩:৫৭

ঢাকা: বোতলজাত পানির অস্বাভাবিক দাম বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। মঙ্গলবার (২৫ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ক্যাব’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূইয়ার সভাপতিত্বে এতে বক্তব্য দেন সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ক্যাবের কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে আজাদ, ক্যাব বাগেরহাটের সাধারণ সম্পাদক অরিন্দম দেবনাথ ও বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

বক্তরা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে ভীষণভাবে। মানুষ নানাভাবে বিপদগ্রস্ত। গত বছর হঠাৎ করে বোতলজাত পানির দাম ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। সে সময় বেশ কয়েকটি কোম্পানি ১৫ টাকার আধা লিটার পানির বোতলের দাম ২০ টাকা করে।

তারা জানান, বাজারে যে সব বোতলজাত পানি বিক্রি হচ্ছে সেগুলোর মধ্যে পরিচিত ব্র্যান্ডের ৫০০ মিলি পানির সর্বোচ্চ খুচরা মূল্য এখন ২০ টাকা। কয়েকদিন আগে এসব ব্র্যান্ডের ৫০০ মিলি পানির সর্বোচ্চ খুচরা মূল্য ছিল ১৫ টাকা। এ ছাড়া প্রতি ৫০০ মিলি বোতলজাত খাবার পানির পাইকারি মূল্য ১১ থেকে ১২ টাকা। অর্থাৎ ৫০০ মিলি পরিমাণের প্রতি বোতল পানি খুচরা পর্যায়ে ৮ থেকে ৯ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে, যা স্বাভাবিকের তুলনায় বেশি।

তারা বলেন, দেশে পানির বাজার এখন হাজার কোটি টাকার। প্রতিবছর ৩৫ থেকে ৪০ কোটি লিটার বোতলজাত পানি বিক্রি হয়। বাংলাদেশে প্রতিবছর ১৫ থেকে ২০ শতাংশ হারে বোতলজাত পানির চাহিদা বাড়ছে। ভোগ্যপণ্য উৎপাদনকারী বড় বড় বেশির ভাগ প্রতিষ্ঠানেরই এখন পানির ব্যবসা রয়েছে। কিন্তু আমরা সাধারণ ভোক্তারা এই আইনের সুফল পাচ্ছি না।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

ক্যাব মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর