Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেরুকে হারিয়ে কানাডার চমক

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৪ ০৭:০২

কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি স্বাগতিক দেশ কানাডার। দ্বিতীয় ম্যাচে পেরুর বিপক্ষে জয়ের বিকল্প ছিল না তাদের সামনে। তবে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে পেরুকে চমকে দিয়েছে কানাডা। শেষ মুহূর্তে জোনাথন ডেভিডের একমাত্র গোলে পেরুকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ এ এর দ্বিতীয় স্থানে উঠে এসেছে কানাডা।

ম্যাচের শুরু থেকেই সমানে সমান লড়াই করেছে দুই দল। তবে গোলের দেখা পাচ্ছিলেন না কেউই। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও লিড নিতে পারেনি কানাডা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে বাড়ে ম্যাচের গতি। পেরুর শটস অন টার্গেটের চেয়ে কানাডার শটস অন টার্গেট ছিল প্রায় অর্ধেক। তবে পেরুকে চমকে দিয়ে লিড নেয় কানাডাই। ৭৪ মিনিটে শ্যাফেলবার্গের অ্যাসিস্টে দুর্দান্ত এক গোলে কানাডাকে আনন্দে ভাসান ডেভিড।

শেষ পর্যন্ত তার গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে কানাডা। ২ ম্যাচে তাদের পয়েন্ট ৩। আর্জেন্টিনার চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে কানাডা। ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে পেরুর দ্বিতীয় রাউন্ডে উঠার স্বপ্ন খানিকটা ফিকেই হয়ে গেল।

সারাবাংলা/এফএম

কোপা আমেরিকা ২০২৪ টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর