Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এত ‘কঠিনভাবে’ জয় প্রত্যাশা করেননি স্কালোনি

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৪ ১৫:১৮

প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে জয় পেতে খুব একটা হ্যাপা পোহাতে হয়নি তাদের। কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয়েছে অন্তিম মুহূর্ত পর্যন্ত। লাউতারো মার্টিনেজের ৮৮ মিনিটে করা একমাত্র গোলেই সবার আগে কোয়ার্টার ফাইনালে উঠেছেন লিওনেল মেসিরা। ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলছেন, জয়টা এত কঠিনভাবে আসবে ভাবেননি তিনি।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত চিলির উপর ছড়ি ঘুরিয়েছে আর্জেন্টিনা। গোলের বহু সুযোগ পেলেও কিছুতেই যেন ডেডলক ভাঙতে পারছিলেন না মেসিরা। শেষ পর্যন্ত বদলি হিসেবে নামা মার্টিনেজের এক গোলেই স্বস্তির জয় পান স্কালোনিরা। গ্রুপ এ থেকে প্রথম দল হিসেবে কোয়ার্টার নিশ্চিত করে আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

স্কালোনি বলছেন, চিলির বিপক্ষে জয়টা এত কঠিনভাবে আসবে ভাবেননি তিনি, ‘আমরা যোগ্য দল হিসেবেই জিতেছি। সত্যি বলতে ম্যাচটা একদমই সহজ ছিল না। তবে আমরা একেবারে অপ্রত্যাশিত মুহূর্তে গিয়ে জিতেছি। একটু কঠিন ভাবেই জয়টা এসেছে।’

৮৮ মিনিট পর্যন্ত গোল না পেলেও আশা হারাননি স্কালোনি, ‘আমরা সবসময়ই বিশ্বাস রেখেছিলাম নিজেদের উপরে। আমরা আক্রমণ করা কমাইনি। শেষ ১০-১২ মিনিটে একটু বেশিই গোলের জন্য মরিয়া ছিল দল।’

আগামী ৩০ জুন সকাল ৬টায় গ্রুপ পর্বে শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা।

সারাবাংলা/এফএম

আর্জেন্টিনা কোপা আমেরিকা মেসি স্কালোনি

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর