Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৪ ২০:১৬

নাটোর: জেলার সিংড়া উপজেলা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুত্রবধূ লাকি বেগম ও শ্বশুর আক্কাস আলীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) সকালে উপজেলার ছোট চৌগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ছোট চৌগ্রাম এলাকার মাছ ব্যবসায়ী হামিদুল ইসলাম তার পুকুরে পানি সেচ দেওয়ার জন্য মোটরের বৈদ্যুতিক লাইন টানেন। সকালে ওই একই এলাকার মোয়াজ্জেম ফকিরের স্ত্রী লাকি বেগম পুকুর পাড়ে গরুর গবর আনতে যায়। এ সময় ওই সেচ পাম্পের বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয় লাকি বেগম।

বিজ্ঞাপন

ঘটনাটি দেখতে পেয়ে লাকি বেগমকে উদ্ধারে তার শ্বশুর এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলে শ্বশুর আক্কাস আলী মারা গেলেও স্থানীয়রা লাকি বেগমকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক লাকি বেগমকেও মৃত ঘোষণা করে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ নেওয়া হবে বলে জানান তিনি।

সারাবাংলা/পিটিএম

বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর