Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির সিনেট অধিবেশনে পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবি

ঢাবি করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৪ ২০:২৩

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের বিরোধিতা করেন শিক্ষকরা। ছবি: সারাবাংলা

সর্বজনীন পেনশন ব্যবস্থার ‘প্রত্যয় স্কিম’কে বৈষম্যমূলক অভিহিত করে তা বাতিলের প্রস্তাব জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে তিনি বলেন, ১ জুলাইয়ের মধ্যে শিক্ষকদের এই স্কিমের আওতামুক্ত করা না হলে আন্দোলনে নামবেন শিক্ষকরা।

বুধবার (২৬ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে উপাচার্য ও কোষাধ্যক্ষের বাজেট বক্তৃতা শেষে উন্মুক্ত আলোচনায় এসব কথা বলেন অধ্যাপক ড. জিনাত হুদা।

প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক, মৌলিক অধিকার, মানবাধিকার ও স্বায়ত্তশাসনের বিরোধী আখ্যা দিয়ে অধ্যাপক জিনাত হুদা বলেন, আগামী ১ জুলাইয়ের মধ্যে প্রত্যয় স্কিম থেকে শিক্ষকদের আওতামুক্ত না করা হলে দেশের ৩৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনের পথে হাঁটবেন।

সিনেট অধিবেশনে উপাচার্য, উপউপাচার্য ও কোষাধ্যক্ষসহ অন্যরা উপস্থিত ছিলেন। ছবি: সারাবাংলা

জিনাত হুদার বক্তব্যের মাঝেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. নিজামূল হক ভূইয়া তাঁর বক্তব্যকে সমর্থন করেন।

অধ্যাপক জিনাত হুদা আরও বলেন, আমি জানি না, কোন অংশীজনদের সঙ্গে পরামর্শ করে আগের ব্যবস্থা বাতিল করা হয়েছে। এ প্রজ্ঞাপন জারির আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিংবা শিক্ষক সমিতির নেতার কারও সঙ্গে আলোচনা করা হয়নি।

অধ্যাপক জিনাত হুদার বক্তব্য শেষে সিনেট সদস্য ক্যাটাগরিতে বক্তব্য রাখেন সংসদ সদস্য এবং সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্দেশে আন্দোলনে যাওয়ার আগে অন্যান্য পথে সমাধানের চেষ্টা করার অনুরোধ জানান।

বিজ্ঞাপন

আরও পড়ুন- ৯৪৫ কোটি টাকার বাজেট উপস্থাপন ঢাবির

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আন্দোলনে যাওয়া ছাড়াও সমাধানের অন্য পথ রয়েছে। আপনারাও সেটি জানেন। আমি অনুরোধ করব, আপনারা সে চেষ্টা করুন।’

সাবেক শিক্ষামন্ত্রী আরও বলেন, আমি যখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, তখনো এ ধরনের একটি পরিস্থিতি সামনে ছিল। আমরা আলোচনা করে সেটির সমাধানের পথে গিয়েছিলাম।

সারাবাংলা/আরআইআর/টিআর

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যয় স্কিম সর্বজনীন পেনশন সিনেট অধিবেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর