Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশের উন্নয়ন দেখে পাকিস্তান দীর্ঘশ্বাস ফেলে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৪ ২৩:৩৭

সংসদ ভবন থেকে: পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন ঘটেছে। ফলে পাকিস্তান বাংলাদেশের দিকে তাকিয়ে হা-হুতাস করে আর দীর্ঘশ্বাস ফেলে।

বুধবার(২৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও গাজার সহিংসতায় পৃথিবী আজ টালটামাল। এসব কারণে সমগ্র বিশ্ব আজ মূল্যস্ফীতিতে আক্রান্ত। তারপরেও প্রধানমন্ত্রী নানা উদ্যোগের কারণে আমাদের মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে।’

তিনি বলেন, ‘অনেক সমালোচক বলে বেড়াচ্ছেন- এ বাজেট উচ্চবিলাসী, বাস্তবায়ন অযোগ্য, জনবিরোধী। বাজেটে নেই কোনো দিকনির্দেশনা। যদি বাজেটে দিক নির্দেশনা নাই থাকতো তাহলে দেশে দারিদ্রতা ৪৮ শতাংশ থেকে ১৮ দশমিক ৫ শতাংশে কেন নেমে এলো। অতিদারিদ্রতাও ২৫ থেকে ৫ শতাংশে নেমে এসেছে। ১০ কোটি মানুষকে সামাজিক নিরাপত্তার মধ্যে আনা হয়েছে। আমরা একটি মানবিক রাষ্ট্র নির্মাণ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘দেশে ট্যাক্স দেওয়া মানুষের সংখ্যা তেমন বাড়েনি। ট্যাক্স ও জিডিপির অনুপাত বেশ কম। ট্যাক্স ধার্য করার জন্য ১০০ টাকা দিয়ে ট্যাক্স ফাইল করলে ভালো হয়। সবার জন্য অন্তত ৫০ টাকা হলেও ট্যাক্স ফাইল করার বিধান জারি করা উচিত। এবারের বাজেটে দিকনির্দেশনা রয়েছে। মূল্যস্ফীতি কমানোর জন্য প্রচেষ্টা আছে। বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। নিত্যপণ্য আমদানির জন্য উৎসে কর কমানো হয়েছে।’

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০০৮ সালে মানুষের মাথাপিছু আয় ছিল ৬০০ ইউএস ডলার, বিএনপির সময় ছিল ৫৪৩ ডলার। আজ মাথাপিছু আয় ২৮০০ ইউএস ডলারের কাছাকাছি। আজ ভারত ও পাকিস্তান কিন্তু আমাদের উন্নয়নের প্রশংসা করে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘বড় বাজেট বাস্তবায়নের ফলে দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে, দেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে।’ এ সময় তিনি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের মূল্যস্ফীতির তুলনা দেন।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

উন্নয়ন টপ নিউজ দীর্ঘশ্বাস পাকিস্তান বাংলাদেশ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর