Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৪ ০০:০৫

খুলনা: খুলনায় যৌতুকের দাবিতে স্ত্রী নাজমা খাতুনকে হত্যার দায়ে স্বামী কায়েদ আজমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৬ জুন) দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩-এর বিচারক আব্দুস সালাম খান এ রায় দেন। মামলার বাকি ছয় আসামিকে খালাস দেওয়া হয়েছে।

খালাস পাওয়া আসামিরা হলেন— মো. কায়েদে আজমের বাবা আবু তালেব গাজী, ভাই ইসরাফিল, ভাবী মাফিয়া খাতুন, বন্ধু মো. মনি, রজব আলী ও জহুরুল।

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে কয়রা উপজেলার মো. কায়েদে আযমের সঙ্গে একই এলাকার ফজর ঢালীর মেয়ে নাজমা খাতুনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে নাজমাকে নির্যাতন করা হতো। পরে ২০০৬ সালের ৮ সেপ্টেম্বর নির্যাতন চালিয়ে নাজমাকে হত্যা করা হয়।

কায়েদে আযম প্রথমে এ হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে প্রচার করেন। পরে ওই বছরের ২০ নভেম্বর নাজমার মা রাজিয়া খাতুন বাদী হয়ে সাতজনকে আসামি করে আদালতে মামলা করেন। এ মামলায় ১৭ জন সাক্ষীর মধ্য ৯ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

সারাবাংলা/টিআর

খুলনা স্ত্রীকে হত্যা স্বামীর মৃত্যুদণ্ড হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর