খিলগাঁওয়ে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৭ জুন ২০২৪ ১৫:২৭
ঢাকা: রাজধানীর খিলগাঁও উত্তর গোড়ান এলাকার থেকে একটি বাসা থেকে আরিফা (১২) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১১টার দিকে উত্তর গোড়ানের বাসা থেকে মরদেহটি উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) এসএম জাকির হোসেন জানান, সকালে খবর উত্তর গোড়ানের সাততলা বাসার বাথরুম থেকে ওই গৃহকর্মীর মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় সে বাথরুমের ভিতরে এঙ্গেলের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ওই গৃহকর্মী আরিফা গত ২৪ জুন ওই বাসায় কাজে যোগদান করেন। আজকে সকালে বাথরুমে ঢুকে। অনেক সময় বাথরুম থেকে বের না হলে বাসার লোকজন ডাকাডাকি করে। পরে বাথরুম না খুললে থানা পুলিশে খবর দেয়। কেন ওই গৃহকর্মী গলায় ফাঁসি দিয়েছে তা জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
মৃত আরিফার বাড়ি নেত্রকোনা জেলার পুর্বধলা উপজেলার পুরপুনিয়া গ্রামে। বাবার নাম হাবিবুর রহমান।
সারাবাংলা/এসএসআর/ইআ