Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে পাচার বাংলাদেশি তরুণকে বেনাপোল দিয়ে হস্তান্তর

লোকাল করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৪ ২১:২৪

বেনাপোল: ভারতে পাচার হওয়া মোবারক ইসলাম (১৯) নামের এক তরুণকে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে বেনাপোল দিয়ে তাকে হস্তান্তর করা হয়।

এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্রাভেল পারমিটের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়। পাচার হওয়া মোবারক ইসলাম শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার দতরা গ্রামের শাজাহান আকন্দের ছেলে। তিনি দুই বছর কারাভোগ করেছেন।

ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযহারুল ইসলাম জানান, বাংলাদেশি এক তরুণকে ট্রাভেল পারমিটের মাধ্যমে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ বেনাপোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর