Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিন্ন নামে ‘আনসার আল ইসলাম’ এর তৎপরতা, কক্সবাজারে ৩ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২৮ জুন ২০২৪ ১৯:০৬

কক্সবাজার: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ ভিন্ন নামে সংগঠনিক তৎপরতা চালাচ্ছে। ‘আস-শাহাদাত’ গ্রুপের নামে সংগঠনের সদস্য সংগ্রহসহ নানা তৎপরতায় জড়িত ৩ সদস্যকে কক্সবাজারের চৌফলদন্ডী এলাকা থেকে আটকের পর র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এসব তথ্য জানিয়েছে।

অভিযানে উদ্ধার করা হয়েছে উগ্রবাদী পুস্তিকা, লিফলেট ও বিস্ফোরক তৈরির ম্যানুয়াল।

কক্সবাজার র‌্যাব-১৫ এর কার্যালয়ে শুক্রবার (২৮ জুন) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

আটকরা হলো, জামালপুর জেলার ইসলামপুর এলাকার আবদুল ওহাবের ছেলে মো. জাকারিয়া মন্ডল (১৯), ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার নুরুল আমিনের ছেলে মো. নিয়ামত উল্লাহ (২১) ও ফেনী জেলার সোনাগাজির ইদ্রিস আলীর ছেলে মো. ওজায়ের (১৯)।

সংবাদ সম্মেলনে কমান্ডার আরাফাত ইসলাম জানান, র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ এবং র‍্যাব-৭ এর যৌথভাবে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত চৌফলদন্ডী এলাকা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩ জনকে আটক করা হয়। এই ৩ জনই ‘আনসার আল ইসলাম’ এর সক্রিয় সদস্য।

আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

সারাবাংলা/এমও

আনসার-আল ইসলাম কক্সবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর