স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৪ ১৪:১২
২ জুন পর্দা উঠেছিল টি-২০ বিশ্বকাপের ৯ম আসরের। এরপর পেরিয়ে গেছে ২৮ দিন। গ্রুপ পর্ব, সুপার এইট, সেমিফাইনাল পার হয়ে ব্রিজটাউনে আজ স্বপ্নের ফাইনালের মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। ইতিহাস গড়ে নিজেদের প্রথম ফাইনালে উঠেছে প্রোটিয়ারা। অন্যদিকে ১০ বছর পর এই ফরম্যাটের বিশ্বকাপের ফাইনালে ভারত। বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত দুই দলের লড়াই দেখা যাবে আজকের রাত ৮.৩০ মিনিট থেকে শুরু হতে যাওয়া ফাইনালে। এই ফাইনালে শেষ হাসি হাসবে কোন দল? ২০০৭ সালের পর দ্বিতীয়বারের মতো শিরোপা উঁচিয়ে ধরবে ভারত? নাকি প্রথম ফাইনালেই শিরোপা খরা ঘুচিয়ে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে দক্ষিণ আফ্রিকা?
পরিসংখ্যান
টি-২০ ফরম্যাটে দুই দলের দেখা হয়েছে ২৬ ম্যাচে। সেখানে এগিয়ে আছে ভারত। ১৪ ম্যাচেই জিতেছে তারা। দক্ষিণ আফ্রিকার জয় ১১ ম্যাচে। বিশ্বকাপের মঞ্চে দুই দলের দেখা হয়েছে ৬ ম্যাচে। সেখানেও অনেকটাই এগিয়ে ভারত। ৬ ম্যাচের মাঝে ৪টিতেই জিতেছেন রোহিত শর্মারা, এইডেন মার্করামদের জয় মাত্র ২ ম্যাচে।
পিচ ও কন্ডিশন
কেনসিংটন ওভালে বিশ্বকাপের ৪টি ম্যাচ আয়োজন করা হয়েছে। প্রতি ম্যাচে ভালো পরিমাণ রান উঠলেও পেসাররা পেয়েছেন বাড়তি সুবিধা। দুই দলের মাঝে ভারতের এই মাঠে খেলার অভিজ্ঞতা আছে এই বিশ্বকাপে। তবে সবকিছু মিলিয়ে ফাইনালে দেখা যেতে পারে ব্যাটিং বান্ধব উইকেটই।
পুরো টুর্নামেন্টেজুড়েই বাগড়া বাধিয়েছে বৃষ্টি। ফাইনালেও রয়েছে বৃষ্টির শঙ্কা। তবে বৃষ্টিতে প্রথম দিন ভেস্তে গেলেও আছে রিজার্ভ ডে।
দলের খবর
পুরো টুর্নামেন্টজুড়েই দারুণ পারফর্ম করেছে ভারত। ব্যাটে-বলে দুর্দান্ত ভারতের একাদশে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম বিরাট কোহলি। বিশ্বকাপে একেবারেই জ্বলে উঠতে পারেননি ওপেনিংয়ে নামা কোহলি। অধিনায়ক রোহিত অবশ্য ম্যাচের আগে জানিয়েছেন, ফাইনালেই জ্বলে উঠবেন কোহলি। ভারতের আরেকটি দুশ্চিন্তার নাম মিডল অর্ডারে শিভাম দুবের ফর্ম। পুরো টুর্নামেন্টে তিনিও বলার মতো কিছু করে দেখাতে পারেননি। ফাইনালে ভারতের একাদশে কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। ইংল্যান্ডের বিপক্ষে নামানো একাদশ নিয়েই শিরোপা জিততে মাঠে নামবে ভারত।
বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে সেমি পর্যন্ত ব্যাটে-বলে অবিশ্বাস্য ফর্মে আছে দক্ষিণ আফ্রিকা। বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচ জিতে চাপের মুখে ভেঙে পড়ার সংস্কৃতি থেকে খানিকটা বেরিয়ে এসেছেন মার্করামরা। দলের একাদশে সবচেয়ে বড় দুশ্চিন্তা ওপেনিংয়ে নামা রেজা হেনড্রিকসের বাজে ফর্ম। এবারের টুর্নামেন্টে তিনি বলার মতো কোন পারফর্মই করতে পারেননি। সেমিতে আফগানদের গুড়িয়ে দেওয়া একাদশ নিয়েই আজ মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। তাদের অন্যতম ভরসার জায়গা দলের বোলিং আক্রমণই।
ফাইনালের আগে চাপ নিচ্ছেন না মার্করাম
সব বাধা পেরিয়ে স্বপ্নের ফাইনালে পৌঁছে দিয়েছেন দলকে। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করামের নেতৃত্বেই তাই শিরোপার স্বপ্ন দেখছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের আগে মার্করাম বলছেন, ফাইনালের বাড়তি চাপ নিতে চান না তিনি, ‘খেলায় কেউ জিতবে কেউ হারবে। এটাই ক্রিকেট। যেকোনো ফলাফল মেনে নিতে হবে। আমরা বিশ্বাস করি ভালো খেলেই শিরোপা জিতব। তবে ফাইনালের বাড়তি চাপ নিতে চাই না। এটা জেতা ম্যাচকেও হারিয়ে দেয়। ড্রেসিংরুমে ইতিবাচক একটা পরিবেশ বিরাজ করছে। দারুণ একটা ম্যাচের অপেক্ষায় আছি।’
টুর্নামেন্টের আগেই ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দিয়েছিলেন, এটিই তার শেষ টুর্নামেন্টে। নিজ দলের শিরোপা জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী তিনি, ‘সবাই বলছে আমার জন্য শিরোপা জিততে হবে! শিরোপা কারো জন্য জেতা হয় না, নিজেদের জন্যই জেতা হয়। ভারতের সামনে বিশ্বকাপ জেতার সুযোগ এসেছে। আশা করি তারা দারুণ খেলেই ট্রফি জিতবে।’
শেষ পর্যন্ত ফাইনালে শেষ হাসি হাসবে কে? সেজন্য অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার।
সারাবাংলা/এফএম
টি-২০ বিশ্বকাপ
দক্ষিণ আফ্রিকা
ফাইনাল
ভারত