Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ২ ফার্মেসির দণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৪ ১৮:১০

রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার নতুনবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে দু’টি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৯ জুন) দুপুরে রাঙ্গামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক রানা দেবনাথ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশে দোকানে রাখা, ডায়াবেটিস নির্ণয় মেশিনে সূচ লাগিয়ে রাখা এবং প্রতিষ্ঠানের লাইসেন্স দৃশ্যমান না রাখার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় সুমন মেডিকেল হলকে ৬ হাজার এবং ৩৭ ধারায় কর্ণফুলী মেডিকেল হলকে ৪ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে কাপ্তাই উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. ইলিয়াস ও কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাঙ্গামাটির সহকারী পরিচালক রানা দেবনাথ জানান, আমাদের নিয়মিত এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

সারাবাংলা/এমও

ভোক্তা অধিকারের অভিযান রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর