Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি: শেখ হাসিনা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৪ ২০:৪৩

সংসদ ভবন থেকে: সরকার দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি করলে কারও রক্ষা নেই।

শনিবার (২৯ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা এ কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

টানা চার বারের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। সে যেই হোক, দুর্নীতি করলে কারও রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে, ধরব।’

কালো টাকা সাদা করার সুযোগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘এখন দেশে সবকিছুর দাম বেড়ে গেছে। এখন ঢাকা শহরে এক কাঠা জমি যার আছে সেই কয়েক কোটি টাকার মালিক। এভাবে অনেক সময় কিছু মানুষের হাতে অতিরিক্ত অর্থ চলে আসে। সেটা তারা বাজেটে দেখাতে পারে না, আয় কর দিতে পারে না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আয়কর দিয়ে যাতে তারা মূল জনগোষ্ঠীতে ফিরে আসে, আর এই ধরনের কর্মকাণ্ড না করে, সেজন্যই মাঝে মাঝে এ ধরনের সুযোগ দেওয়া হয়।’

অতীতে খালেদা জিয়াও এই সুযোগ নিয়েছিলেন জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এই ধরনের সুযোগ খালেদা জিয়া নিয়েছিলেন, ড. কামাল হোসেন নিয়েছিলেন এবং আরও অনেকে নিয়েছিলেন। তারাও কিন্তু এরকমভাবে সেই ২০০৭/২০০৮ সালে এভাবে বৈধ করে নিয়েছিলেন। এমনকি বিএনপির সাইফুর রহমানও করেছেন। এরশাদ সাহেবও বোধ হয় করেছিলেন। মনে হয় একটু খোঁজ নিতে হবে। আমি জানি না আমাদের বিরোধীদলের নেতাও করেছিলেন কি না।’

বাংলাদেশের জনগণের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের জনগণ অত্যন্ত কর্মঠ, অত্যন্ত সৃজনশীল। মাঝখানে কিছু কিছু দুষ্টু প্রকৃতির থাকে, ওগুলো আমরা ধর্তব্যে নেই না।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

অভিযান টপ নিউজ দুর্নীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর