Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইজেরিয়ায় সিরিজ বোমা বিস্ফোরণে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুন ২০২৪ ১৩:১২

নাইজেরিয়ার উত্তর-পূর্ব বোর্নো রাজ্যে ধারাবাহিক বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত ৩০ জন।

শনিবার (২৯ জুন) একটি বিয়ের অনুষ্ঠানে সন্দেহভাজন বোমা হামলায় ছয়জন নিহত এবং অন্যদের আহত হওয়ার খবর পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আরও তিনটি বিস্ফোরণ ঘটে। রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীরা গোওজা শহরে একটি বিয়ে, অন্ত্যেষ্টিক্রিয়া এবং হাসপাতালে হামলা চালায়।

বিজ্ঞাপন

বোর্নো রাজ্যটি ইসলামী জঙ্গিগোষ্ঠী বোকো হারামের ১৫ বছরের বিদ্রোহের কেন্দ্র। এই জঙ্গিগোষ্ঠীর সহিংসতায় ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ৪০ হাজারের বেশি মানুষকে তারা হত্যা করেছে।

বোকো হারাম ২০১৪ সালে আন্তর্জাতিক কুখ্যাতি অর্জন করেছিল। সে সময় জঙ্গিগোষ্ঠীটি বোর্নো রাজ্যের চিবোক শহর থেকে ২৭০ জনের বেশি স্কুল ছাত্রীকে অপহরণ করে আলোচনায় আসে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে শিশু, প্রাপ্তবয়স্ক এবং গর্ভবতী নারী রয়েছে।

কিছু স্থানীয় মিডিয়া অবশ্য নিহতের সংখ্যা আরও বেশি বলে রিপোর্ট করেছে। নাইজেরিয়ার ভ্যানগার্ড এবং দিস ডে সংবাদপত্র জানিয়েছে, বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে।

এই হামলার দায় অবশ্য এখনও কেউ স্বীকার করেনি। সেনাবাহিনীর পক্ষ থেকে কারফিউ জারি করা হয়েছে।

সারাবাংলা/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর