Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে বল হাতে সেরা ১০

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৪ ২১:৩৩

নাটকীয় এক ফাইনালের মাধ্যমে শেষ হয়েছে এবারের টি-২০ বিশ্বকাপ। ২৯ দিনের জমজমাট লড়াই শেষে দক্ষিণ আফ্রিকাকে শেষ ওভারে হারিয়ে শিরোপা উঠেছে ভারতের হাতে। ব্যাটে-বলের দারুণ এক লড়াই শেষে কোন দেশের বোলাররা আছেন সেরা ১০, চলুন দেখে নেওয়া যাক সেটাই।

আরশদীপ সিং (ভারত)

বল হাতে দুর্দান্ত পারফর্ম করে ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক তিনি। ফাইনালে ডেথ ওভারে দারুণ বোলিং করে ভারতকে ম্যাচে রেখেছিলেন এই বাঁহাতি পেসার। যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন আরশদীপ। তার সেরা ফিগার ৯ রানে ৪ উইকেট। তার স্ট্রাইক রেট ১০.৫৮।

ফজল হক ফারুকি (আফগানিস্তান) 

আরশদীপের সাথে যৌথভাবে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি আফগানিস্তান পেসার ফজল হক ফারুকি। ৮ ইনিংসে তার উইকেটসংখ্যা ১৭টি। সেরা ফিগার ৯ রানে ৫ উইকেট। তার স্ট্রাইক রেট ৮.৯৪।

জসপ্রীত বুমরাহ (ভারত) 

ভারতের বিশ্বকাপ জয়ে তার ভূমিকাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। বল হাতে মহা বিপদের সময়ে বারবারই দলকে রক্ষা করেছেন তিনি। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন তিনি, হয়েছেন টুর্নামেন্ট সেরাও। তার সেরা ফিগার ৭ রানে ৩ উইকেট, স্ট্রাইক রেট ১১.৮৬।

এনরিখ নরকিয়া (দক্ষিণ আফ্রিকা) 

দক্ষিণ আফ্রিকান পেসার এনরিখ নরকিয়া ৯ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। তার সেরা ফিগার ৭ রানে ৪ উইকেট। স্ট্রাইক রেট ১৪।

রশিদ খান (আফগানিস্তান) 

আফগানিস্তানের ইতিহাস গড়ে সেমিফাইনালে ওঠার অন্যতম নায়ক তিনি। রশিদ খান ৮ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। সেরা ফিগার ১৭ রানে ৪ উইকেট। স্ট্রাইক রেট ১২.৪২।

রিশাদ হোসেন (বাংলাদেশ) 

বিশ্বকাপ ব্যর্থতার মাঝে বাংলাদেশের প্রাপ্তি রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিং। ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন রিশাদ। তার সেরা ফিগার ২২ রানে ৩ উইকেট, স্ট্রাইক রেট ১০.৭১।

বিজ্ঞাপন

নাভিন উল হক (আফগানিস্তান)

আফগানিস্তান পেসার নাভিন উল হক ৮ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। তার সেরা ফিগার ২৬ রানে ৪ উইকেট। স্ট্রাইক রেট ১২.৩০।

কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) 

দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা ৯ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। তার সেরা ফিগার ১৮ রানে ৩ উইকেট, স্ট্রাইক রেট ১৪.৩০।

আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ) 

ওয়েস্ট ইন্ডিজ পেসার আলজারি জোসেফ ৭ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। তার সেরা ফিগার ১৯ রানে ৪ উইকেট, স্ট্রাইক রেট ১২.৯২।

অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা ৭ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। তার সেরা ফিগার ১২ রানে ৪ উইকেট, স্ট্রাইক রেট ১১.৩০।

 

 

সারাবাংলা/এফএম

টি-২০ বিশ্বকাপ ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর