খুবিতে কর্মবিরতিতে শিক্ষকরা, ক্লাস-পরীক্ষা বন্ধ
১ জুলাই ২০২৪ ১০:২৭
খুলনা: সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্তি ও স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে আজ সোমবার (১ জুলাই) সর্বাত্মক কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
গতকাল রোববার (৩০ জুন) সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ডিসিপ্লিনের ক্লাস, অনলাইন, সান্ধ্যকালীন ক্লাস, শুক্র ও শনিবারের প্রফেশনাল কোর্সের ক্লাস, মিডটার্ম, ফাইনাল ও ভর্তি পরীক্ষাসহ সব ধরনের পরীক্ষা বন্ধ থাকবে। ডিসিপ্লিন প্রধান কর্তৃক ডিসিপ্লিন অফিস, সেমিনার, কম্পিউটার ল্যাব ও গবেষণাগার বন্ধ রাখা হবে। একাডেমিক ও মডারেশন মিটিং অনুষ্ঠিত হবে না।
ডিন অফিস, ভর্তি পরীক্ষাসহ সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ রাখা হবে। নবীণবরণ অনুষ্ঠানের কর্মসূচি নেওয়া হবে না। কোন নিয়োগ ও পদোন্নয়ন সভা হবে না। ইনস্টিটিউটের পরিচালকরা ইনস্টিটিউটের কার্যক্রম বন্ধ রাখবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন গবেষণাধর্মী ও প্রশিক্ষণ সেন্টারের পরিচালকগণ সেমিনার, কনফারেন্স ও ওয়ার্কশপের কর্মসূচি নেওয়া থেকে বিরত থাকবেন। ছাত্র বিষয়ক পরিচালক ও হলের প্রভোস্টরা সংশ্লিষ্ট অফিসের কার্যক্রম বন্ধ রাখবেন। গ্রন্থাগারিক কেন্দ্রীয় লাইব্রেরি বন্ধ রাখবেন। দায়িত্বপ্রাপ্ত কোন শিক্ষক প্রশাসনিক কোন দায়িত্ব পালন করবেন না।
বৈষম্যমূলক ও মর্যাদাহানিকর প্রত্যয় স্কিম থেকে শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, সুপার গ্রেড এ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এ সর্বাত্মক কর্মবিরতির কর্মসূচি পালিত হবে।
সারাবাংলা/এমও