নওগাঁয় ৮৩ হাজার টাকার জাল নোটসহ আটক ২
১ জুন ২০১৮ ১৫:১৬
।। ডিস্টিক্ট করেসপন্ডেন্ট ।।
নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার পালশা গ্রাম থেকে ৮৩ হাজার টাকার জাল নোটসহ দু’জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
শুক্রবার (১ জুন) সকালে তাদের আটক করা হয়। আটকরা হলেন-দলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে হাসান আলী (৩১) ও পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার অনন্তপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে সিদ্দিক মণ্ডল (৩১) ।
জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন শুক্রবার দুপুরে শহরের ডিবি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার পালশা গ্রামের বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই দুই ব্যক্তিকে জাল টাকাসহ আটক করা হয়। আটকের পর তারা জানায়, সামনে ঈদ এজন্য টাকাগুলো বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিল তারা। বদলগাছী থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
সারাবাংলা/এমএইচ