Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৪ ১৭:৪১ | আপডেট: ১ জুলাই ২০২৪ ১৯:১৬

ফাইল ছবি: মন্ত্রিপরিষদ বৈঠক

ঢাকা: সদ্য পাস হওয়া বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও যত্নবান হতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজ প্রধানমন্ত্রী সবাইকে একটি নির্দেশনা দিয়েছেন, গতকাল বাজেট পাস হয়েছে। সবাই যেন যত্নের সঙ্গে, নজরদারির সঙ্গে বাজেট বাস্তবায়ন করেন। দ্রুততার সঙ্গে, নিপুণতার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে যাতে বাজেট বাস্তবায়ন হয়- সে বিষয়ে সবাইকে নির্দেশ দিয়েছেন।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মন্ত্রী ও সচিবসহ সবাইকে বলেছেন, ‘বাজেট সঠিকভাবে বাস্তবায়নে যাতে আমরা সবাই মনোনিবেশ করি।’

এর আগে, রোববার (৩০ জুন) সংসদ অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়।

সারাবাংলা/জেআর/পিটিএম

টপ নিউজ নির্দেশ প্রধানমন্ত্রী বাজেট বাস্তবায়ন

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর