শনির আখড়ায় লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে যুবক নিহত
১ জুলাই ২০২৪ ২২:০০
ঢাকা: রাজধানীর শনির আখড়ায় একটি বাসার চারতলার ছাদের লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে রবিউল ইসলাম ওসমান (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১জুলাই) সন্ধ্যা ৭টার দিকে পাটেরবাগ ছাপড়া মসজিদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
ওসমানের বন্ধু ইসমাঈল হোসেন জানান, আরেক বন্ধু সৈকতের বাসার চারতলার ছাদে আড্ডা দিচ্ছিল তারা। ওই বাসার কাজ শেষ হলেও লিফটের কাজ শেষ হয়নি। ছাদে ওসমান মোবাইলে কথা বলছিল। কথা বলতে বলতে হঠাৎ তিনি লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। এর পর তাকে প্রথমে স্থানীয় রয়েল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।
হাসপাতালে ওসমানের বড় ভাই আল আমিন মোল্লা জানান, তাদের বাড়ি যশোর জেলার কোতয়ালির হুশতলা গ্রামে। বর্তমানে শনির আখড়া পাটেরবাগ শিয়া মসজিদ গলিতে ভাড়া থাকে তারা। ওসমান আগে একটি মার্কেটে চাকরি করতো। কিন্তু বর্তমানে বেকার ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কদমতলি থানা পুলিশকে জানানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম