Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণ, অবস্থা আশঙ্কাজনক


১ জুন ২০১৮ ১৫:৪৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় পান ব্যবসায়ী সাঈদ উল্যাহর বিরুদ্ধে। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১ জুন) সকাল ৯টার দিকে উপজেলার চরমার্টিন গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও শিশুর স্বজনরা জানান, কমলনগরের চরলরেন্স এলাকার বাসিন্দা সাঈদ উল্লাহ চরমার্টিন এলাকায় ঘর জামাই হিসেবে শশুরবাড়িতে বসবাস করে আসছেন। সকালে ওই বাড়ির পাশের ঘরের তিন বছরের শিশুটিকে সাথে নিয়ে তার মা শিশুটির দাদার বাড়ি যান। শিশুটির বাবাও কাজে বের হয়ে যান। পরে শিশুটি একা বাড়ি ফেরার সময় পথে সাঈদ উল্যাহ তাকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, মুমূর্ষু অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার প্রচুর রক্তক্ষরণ ঘটেছে। পুলিশকে এ ঘটনা জানানো হয়েছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, এ ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর