সাজেক ভ্যালিতে ৭০০ পর্যটক আটকা
২ জুলাই ২০২৪ ১৪:০৮
রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে সাত শতাধিক পর্যটক আটকে পড়ার খবর পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, সাজেকের বাঘাইহাট সড়কের মাচালং ব্রিজ পানিতে তলিয়ে যাওয়ায় সোমবার (১ জুলাই) সাজেক পর্যটনকেন্দ্রে যাওয়া সাত শতাধিক পর্যটক আটকে পড়ে।
সাজেক কটেজ মালিক সমিতির সহকারী সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, সোমবার প্রায় ছোট-বড় ১২৫টি গাড়ি সাজেকে এসেছে বাঘাইহাটের সড়ক ও মাচালং ব্রিজ পানিতে তলিয়ে যায়। এতে সাজেকে আসা প্রায় ৭০০ পর্যটক আটকে পড়েছে।
তিনি জানান, সোমবার যেসব গাড়ি এসেছে তাদের সবাই সাজেকে অবস্থান করছে। পানি যেভাবে বাড়ছে তাতে আজ গাড়ি চলাচল করা সম্ভব হবে বলে মনে হয় না। অন্যদিকে সকালে খাগড়াছড়ি থেকেও কোনো গাড়ি সাজেকে প্রবেশ করতে পারেনি। এতে আটকে পড়া অনেক পর্যটকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার জানান, বাঘাইছড়িতে টানা ভারী বর্ষণের ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। যাতে প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি। উপজেলায় ৫৫টি আশ্রয়কেন্দ্র খোলা হলেও এখনো কেউ আসেনি। আর বাঘাইহাট সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকে পর্যটক আটকা পড়েছে। পানি না সরে যাওয়া পর্যন্ত কেউ বের হতে পারবে না।
সারাবাংলা/ইআ