Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকেলে বাসায় ফিরছেন খালেদা জিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৪ ১৫:২১

খালেদা জিয়া। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (২ জুলাই) বিকেলে গুলশানের বাসা ফিরোজায় ফিরছেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান। খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে তিনি জানান- মেডিক্যাল বোর্ডের ছাড়পত্র পেয়েছেন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৫টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে বাসায় নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২২ জুন রাত সাড়ে ৩টার দিকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে। ২৩ জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়।

গত বছরের ২৭ অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার করেন যুক্তরাষ্ট্র থেকে আসা তিনজন চিকিৎসক।

সারাবাংলা/এজেড/ইআ

খালেদা জিয়া টপ নিউজ বিএনপি চেয়ারপারসন

বিজ্ঞাপন

১৬৪ হলে ঈদের ৬ সিনেমা
৩১ মার্চ ২০২৫ ১৭:৫৬

আরো

সম্পর্কিত খবর