আজিজ আহমদ সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল
২ জুলাই ২০২৪ ১৫:২৮
ঢাকা: সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা। প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী তাকে এই পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। আর বর্তমান রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ পদে বদলি করা হয়েছে।
সোমবার (১ জুলাই) এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ হতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ/বদলি করা হলো।
উপরিবর্ণিত বিচারকদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে, ২০২২ সালের ৪ অক্টোবর তৎকালীন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (সিনিয়র জেলা জজ) মো. গোলাম রব্বানীকে রেজিস্ট্রার জেনারেল পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।
সারাবাংলা/কেআইএফ/এমও