Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আবার গাউন পরিধান করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৪ ১৫:৩১

ঢাকা: আগামী ৭ জুলাই থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা পরিচালনাকালে আইনজীবীদের গাউন পরিধান করতে হবে।

সোমবার (১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানিতে আইনজীবীদের গাউন পরিধানের আবশ্যকতা শিথিল করে গত ২৬ মে জারি করা বিজ্ঞপ্তির কার্যকারিতা রহিত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রুলসে উল্লেখিত পরিধেয় পোশাক বিষয় থাকা সংশ্লিষ্ট বিধানাবলী অনুসরণ করে আইনজীবীরা সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানিতে অংশগ্রহণ করবেন। এ নির্দেশনা আগামী ৭ জুলাই থেকে কার্যকর হবে।

এর আগে, তাপপ্রবাহ ও প্রচণ্ড গরমের কারণে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধান শিথিল করা হয়েছিল।

সারাবাংলা/কেআইএফ/ইআ

কালো গাউন পরিধান সুপ্রিম কোর্ট


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর