চট্টগ্রামে ‘শতবর্ষী’ বুদ্ধমূর্তি চুরির অভিযোগ
২ জুলাই ২০২৪ ১৮:২৪ | আপডেট: ২ জুলাই ২০২৪ ২২:৫০
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি বৌদ্ধমন্দিরে চুরির অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মন্দির থেকে একটি ‘শতবর্ষী’ পিতলের বুদ্ধমূর্তি এবং দানবাক্স ভেঙ্গে টাকা চুরি হয়েছে।
সোমবার (১ জুলাই) রাতে উপজেলার ধলঘাট ইউনিয়নের মুকুটনাইট গ্রামে ‘মুকুটনাইট ধাতু চৈত্য বৌদ্ধবিহারে’ এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বিহারের অধ্যক্ষ অনোমদর্শী বড়ুয়া সারাবাংলাকে বলেন, ‘মূল বিহারের পাশে আলাদা একটি ঘরে আমরা তিনজন থাকি। বিহারের সামনে গেইটের কাঠামো থাকলেও সেখানে দরোজা নেই। সকাল ৬টার দিকে আমরা দেখতে পাই, মূল বিহারের লোহার গ্রিলের দুটি তালা ভাঙ্গা অবস্থায় আছে। ভেতরে আসনে পিতলের বুদ্ধমূর্তিটি নেই। এ মূর্তিটি বৃটিশ আমলে প্রায় শত বছরের পুরনো। দানবাক্সও ভাঙা অবস্থায় পাওয়া গেছে।’
এদিকে বিহারের পরিচালনা কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে সকালে ঘটনাস্থলে যান পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন। তিনি পুরো বিহার পরিদর্শন করে অভিযোগকারী এবং স্থানীয় লোকজনের সাক্ষ্য লিপিবদ্ধ করেন।
ওসি জসিম সারাবাংলাকে বলেন, ‘আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছিলাম। যেভাবে তালা ভেঙে চুরি বলা হচ্ছে, এর তেমন কোনো আলামত আমরা পাইনি। মন্দিরে কোনো গেইটও নেই। প্রাথমিকভাবে ঘটনা আমাদের কাছে ক্লিয়ার না। নেপথ্যে অন্য কিছু আছে কি না, সেটাও আমরা খতিয়ে দেখছি।’
এ ঘটনায় মুকুটনাইট ধাতু চৈত্য বৌদ্ধবিহারের অধ্যক্ষ অনোমদর্শী বড়ুয়া থানায় লিখিত অভিযোগ করেছেন বলে ওসি জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/এনইউ