Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহালছড়িতে মাটি সরে দেবে গেছে সড়ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৪ ২৩:৫৯

খাগড়াছড়ি: টানা বর্ষণে জেলার মহালছড়ি উপজেলার একটি আঞ্চলিক সড়কের কিছু অংশ দেবে গেছে।

মঙ্গলবার (২ জুলাই) মহালছড়ি-গুইমারা সড়কের কাটাটিলা নামক এলাকায় সড়কটি দেবে যায়। মূলত টানা বৃষ্টিতে নিচের মাটি সরে যাওয়ায় সড়কটি দেবে যায় বলে জানা গেছে।

ইতোমধ্যে সড়ক ও জনপথ বিভাগ সংস্কার কাজ শুরু করেছে। ফলে এদিন দুপুর থেকে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কটি মূলত মহালছড়ি উপজেলার সঙ্গ গুইমারা উপজেলার অভ্যন্তরীণ যোগযোগে ব্যবহার হয়ে থাকে।

মহালছড়ির উপজেলা নির্বাহী অফিসার পারভিন খানম বলেন, ‘প্রবল বর্ষণের কারণে সড়কটি দেবে গিয়ে ফাটল ধরেছে। সড়ক ও জনপদ বিভাগ রাস্তাটি মেরামতে কাজ করছে। আশা করি দ্রুতই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ মহালছড়ি সড়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর