Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৪ ০৯:৩২ | আপডেট: ৩ জুলাই ২০২৪ ১৩:১৪

গাইবান্ধা: গাইবান্ধায় ঢাকাগামী যাত্রীবাহী বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নাফিস শাহরিয়ার আকাশ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছে।

মঙ্গলবার (৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের হেলিপ্যাডসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ গাইবান্ধা শহরের ব্রিজ রোড কালীবাড়ি এলাকার শামসুল হকের ছেলে। নাফিস শাহরিয়ার আকাশ পেশায় ফটোগ্রাফার ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সুন্দরগঞ্জ থেকে ছেড়ে সোনার বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস হেলিপ্যাডসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এসময় নাফিস শাহরিয়ার আকাশ নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। রাহি নামে অপর এক মোটরসাইকেল আরোহীকে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

এছাড়া বাসে থাকা ৫ জন যাত্রীও আহত হয়। আহতদের গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাইবান্ধা সদর থানা পুলিশ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃষ্টির মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে।

সারাবাংলা/এমও

গাইবান্ধা টপ নিউজ বাস-মোটরসাইকেল সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর