Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে থানা হাজত থেকে আসামির লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৪ ১২:২৩ | আপডেট: ৩ জুলাই ২০২৪ ১৫:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে থানা হাজত থেকে এক আসামির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ জুলাই) হাজতের দেয়ালের ভেন্টিলেটরের সঙ্গে ঝোলানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মো. জুয়েল (২৬) নামে এ আসামির বিরুদ্ধে ছিনতাইসহ আরও বিভিন্ন অভিযোগে অন্তত সাতটি মামলা আছে। তার বাসা নগরীর চান্দগাঁওয়ের খেজুরতলা এলাকায়।

চাঁদগাঁও থানায় জুয়েলের স্বজনের আহাজারি। ছবি: সারাবাংলা

চান্দগাঁও থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর সারাবাংলাকে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকা থেকে পরোয়ানা মূলে জুয়েলকে গ্রেফতার করা হয়। তাকে হাজতে রাখা হয়েছিল। সকালে তার লাশ পাওয়া যায়। সকাল সাড়ে ৬টার দিকে গলায় ফাঁস দেওয়া অব আত্মহত্যা করেছেন বলে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে।

বিজ্ঞাপন

সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে ওসি জানান।

সারাবাংলা/আরডি/ইআ

আসামির লাশ উদ্ধার চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর