Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটা বাতিলের দাবিতে আজও শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাবি করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৪ ১৬:২১

ঢাবি: সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (৩ জুলাই) বেলা পৌনে চারটার দিকে কয়েকহাজার শিক্ষার্থী শাহবাগ অবরোধ করেন। এতে করে বন্ধ হয়ে গেছে শাহবাগের সঙ্গে সংযুক্ত সড়কগুলো। এর আগে, গতকাল একই সময়েই প্রায় দেড়ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশ বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল করতে নানা স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।

এর আগে, বেলা আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে টিএসসি হয়ে দোয়েল চত্বর ও হাইকোর্ট ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন:

অবরুদ্ধ শাহবাগ— হাইকোর্টের কোটা পুনর্বহালে আদেশ বাতিলের দাবি

শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা, বুধবার ফের অবরোধ

এসময় শিক্ষার্থীদের ‘কোটা না মেধা, মেধা মেধা’; আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; ‘আঠারোর পরিপত্র, পুনর্বহাল করতে হবে’; ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’; ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’; ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’; ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’  এ ধরনের স্লোগান দিতে দেখা যায়।

সারাবাংলা/আরআইআর/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর