বিশ্বকাপ নিয়ে শরিফুলের বড় আক্ষেপ
৩ জুলাই ২০২৪ ১৯:৪৪
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শরিফুল ইসলামকে মনে করা হচ্ছিল বাংলাদেশের পেস আক্রমণের সেরা অস্ত্র। কিন্তু সেই শরিফুল কিনা বিশ্বকাপে একটা ম্যাচও খেলার সুযোগ পেলেন না! আক্ষেপ হওয়ারই কথা! শরিফুল বললেন, আশা করেছিলাম অন্তত একটা ম্যাচ খেলার সুযোগ পাবো।
ভারতের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে আঙ্গুলে চোট পেয়েছিলেন শরিফুল। নিজের কোটার শেষ ডেলিভারিটা করতে গিয়ে চোট পেয়েছিলেন। সেলাই পরেছিল ৬টি। সেই চোটে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশে ছিলেন না তিনি। শরিফুলের অনুপস্থিতিতে একাদশে ডাকা হয় তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে। সুযোগ পেয়ে সাকিব টানা এমন দুর্দান্ত পারফর্ম করতে লাগলেন যে শরিফুল আর পরে সুযোগই পেলেন না! বাঁহাতি পেসারের কণ্ঠে আক্ষেপ ঝড়াল বিষয়টি নিয়ে।
শ্রীলংকা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে আজ দেশ ছেড়েছেন শরিফুল। বিমানবন্দরে কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে। বিশ্বকাপে ম্যাচ খেলার সুযোগ না পাওয়া কতটা আক্ষেপের? এমন প্রশ্নে শরিফুল বলেন, ‘আফসোস বলতে- কপালে যেটা লেখা ছিল, সেটার উপর দিয়ে তো আর কিছু করার নেই। খুব আশা ছিল একটা হলেও ম্যাচ খেলবো। ওখানে একটু কষ্ট লাগা আর কি। এলপিএলে যাচ্ছি, চেষ্টা করবো যেন নিজের সেরাটা দিতে পারি। অনেকদিন থেকে হয়তো ম্যাচ খেলা হচ্ছে না। সেক্ষেত্রে যেন এখানে ম্যাচ খেলে কামব্যাক করতে পারি।’
আমি সব ম্যাচের জন্য তৈরি ছিলাম; কিন্তু টিম কম্বিনেশনে সবাই খুব ভালো করতেছিল। ওখান থেকে হয়তো ম্যাচ পাওয়া হয় নাই।’— যোগ করেন শরিফুল। গত বছরও এলপিএল খেলতে গিয়েছিলেন শরিফুল। এবার যাওয়ার আগে বলে গেলেন, ভালো কিছুই হবে, ‘গত বছর গেছি (এলপিএলে) যখন একটা ম্যাচ খেলেছি। এবারও ইনশা আল্লাহ আশা করছি ভালো কিছু করবো।’
সারাবাংলা/এসএইচএস/ এফএম