রাঙ্গামাটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
৪ জুলাই ২০২৪ ০০:০২
রাঙ্গামাটি: জেলার বাঘাইছড়ি উপজেলায় খেলার সময় পানিতে ডুবে সুহামণি চাকমা (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুলাই) সন্ধ্যার দিকে বঙ্গলতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীণ আক্তার জানান, সন্ধ্যার সময় বঙ্গলতলী ইউনিয়নে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী খেলতে গিয়ে পানি ডুবে মারা গেছে। পর পর দুটি শিশু পানিতে ডুবে নিখোঁজ ও মারা যাওয়ায় বিষয়টি খুব দুঃখজনক। পানি বাড়লে অভিভাবকদের নিজ নিজ সন্তানের একটু খেয়াল রাখা দরকার।’
এদিকে, গত মঙ্গলবার বিকেলে বন্যার পানি দেখে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে পা পিছলে পানির স্রোতে ভেসে একই উপজেলার বাঘাইছড়ি গ্রামের এক স্কুলছাত্র পানিতে ডুবে নিখোঁজ হয়। ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও ওই স্কুলছাত্রের এখনো হদিস মেলেনি।
সারাবাংলা/পিটিএম