Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারে সংঘাত: বিস্ফোরণের বিকট শব্দে টেকনাফবাসীর নির্ঘুম রাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৪ ২০:৪৪ | আপডেট: ৫ জুলাই ২০২৪ ০১:২০

কক্সবাজার: মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে আবারও চলছে তুমুল লড়াই। পাঁচদিন বন্ধ থাকার পর বুধবার (৩ জুলাই) সকাল থেকে শুরু হওয়া বিস্ফারণ এখনও থেমে থেমে চলছে।

গতকাল রাতভর বিকট বিস্ফারণের শব্দ শুনেছে টেকনাফ সীমান্তের মানুষ। যা বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত থেমে থেমে চলে। এসময় বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠে সীমান্ত এলাকা। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন টেকনাফবাসী।

বিজ্ঞাপন

টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান জানান, রাখাইন রাজ্যের মংডু শহরের আশপাশে সংঘাত অনেক বেড়ে গেছে। বিদ্রোহীরা মংডু শহর নিয়ন্ত্রণে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। এ জন্য একের পর এক হামলা হচ্ছে। আর এসব কারণে মংডু শহরের পশ্চিম সীমান্তের টেকনাফ পৌরসভা, সাবরাং ইউনিয়ন ও দক্ষিণের সেন্ট মার্টিন দ্বীপ থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

সাবরাং ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শরিফ বলেন, টানা পাঁচ দিন শান্ত থাকার পর বুধবার থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। রাতভর বিস্ফোরণ এর আগে এমন তীব্র ছিল না। সীমান্ত এলাকার মানুষ সারা রাত জেগে কাটিয়েছে।

সাবরাং ইউপির চেয়ারম্যান নুর হোসেন বলেন, পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বিকট শব্দের কারণে বাড়িঘরে বসবাস করা যাচ্ছে না। এখানকার মানুষের রাতের ঘুম হারাম হয়ে গেছে।

জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত তীব্রতর হয়েছে। এ পরিস্থিতিতে যেকোনো অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, সংঘাতময় পরিস্থিতিতে কোনো রোহিঙ্গা যাতে অনুপ্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সীমান্তে বিজিবি সদস্যরা রাত-দিন কঠোর নজরদারি করছে।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ টেকনাফবাসী মিয়ানমার সংঘাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর