Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবন থেকে অপহৃত ১৮ জেলে উদ্ধার


১ জুন ২০১৮ ১৮:২৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।  

বাগেরহাট: সুন্দরবন নলিয়ান পারার খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ১৮ জন জেলে ও ১০টি বোট উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি তারা।

শুক্রবার দুপুরে (১ জুন) কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা ওই অভিযান চালায়। বিকেলে উদ্ধারকৃত বোট ও জেলেদেরকে মোংলা থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, বন দস্যুরা মুক্তিপনের দাবিতে ১৮ জেলেকে জিম্মি করে রেখেছে। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা সুন্দরবনের নলিয়ান পারার খাল সংলগ্ন এলাকায় অভিযানে যায়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি বন্য পশু-পাখি রক্ষায় কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/টিএম

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর