Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানসিক ভারসাম্যহীন গৃহবধূর আত্মহত্যা

ডিস্টিক্ট্র করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৪ ১৭:০৭

দিনাজপুর: মানসিক ভারসাম্যহীনতার কারণে প্রায়ই আত্মহত্যার চেষ্টা করতেন আয়শা সিদ্দীকা নামের এক গৃহবধূ। আগেও বেশ কয়েকবার গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেছেন। শুক্রবার (৫ জুলাই) ভোরে গলায় ফাঁস দিয়ে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) ভোরে দিনাজপুরের বিরামপুর পৌরশহরের মানুষমুড়া মহল্লায় এ ঘটনা ঘটে। মৃত আয়শা সিদ্দিকা ওই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী। সে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নুর আলম।

বিজ্ঞাপন

কাউন্সিলর জানান, মানসিক ভারসাম্যহীন ছিলেন আয়শা সিদ্দিকা । এর আগেও বেশ কয়েকবার গলায় ফাঁস দিয়েছিলেন তিনি। ভোরে তার স্বামী ফজরের নামাজ পড়তে যায়। সে সময় দড়ি নিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আয়শা।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/এমও

আত্মহত্যা দিনাজপুর মানসিক ভারসাম্যহীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর