Sunday 11 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত ১০


১ জুন ২০১৮ ২০:০৪ | আপডেট: ১ জুন ২০১৮ ২০:০৬

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে মালবাহী ট্রাক ও যাত্রীবাহী একটি গাড়ির মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকালে (১ জুন) মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের প্রায় ৬৫৯ কিলোমিটার পূর্বের ইয়াভাতমালে এ দুর্ঘটনা ঘটে।

এক পুলিশ কর্মকর্তা জানান, সকালের ব্যস্ত সময়ে মালবাহী ট্রাক ও একটি যাত্রীবাহী গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। অর্নির কোসদানি ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। আহতদের ইয়াভাতমালের পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক।

পুলিশ কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও দু’জন শিশু রয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর