Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টি উপেক্ষা করে মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৪ ১৪:৩১ | আপডেট: ৬ জুলাই ২০২৪ ১৭:২৭

কুষ্টিয়া: কোটা সংস্কারের দাবিতে ফের মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা। অবরোধ চলাকালে মুষলধারে বৃষ্টি শুরু হলেও শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে অবরোধ চালিয়ে যান। অবরোধের ফলে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে প্রায় আধাঘণ্টা পর সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনসংলগ্ন বটতলা থেকে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক দিয়ে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজার ঘুরে আবারো প্রধান ফটকে এসে মহাসড়ক অবরোধ করেন।

বিজ্ঞাপন

*ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
*প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার একাত্মতা

এদিকে পদযাত্রা শুরুর আগে শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ও ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেন।

শিক্ষার্থীরা বলেন, ‘সরকারি চাকরিতে বর্তমান কোটা পদ্ধতির ফলে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত ও বৈষম্যের শিকার হচ্ছেন। চাকরির ক্ষেত্রে ৫৬ শতাংশ কোটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার চাই। সারাদেশের ছাত্র সমাজ মাঠে এসেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’

সারাবাংলা/একে

আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় কোটা কোটা সংস্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর