Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে নৌকাডুবে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৪ ১৫:০৯ | আপডেট: ৬ জুলাই ২০২৪ ১৫:১৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (৬ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার রেশমবাড়ির পথে পোতাজিয়া চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলা পৌর শহরের দারিয়াপুর মহল্লার শাহ আলমের ছেলে সজল (১৬) ও একই মহল্লার তৌহিদের ছেলে তন্ময় (১৮)।

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবুজ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, রেশমবাড়ি এলাকায় একটি নৌকাডুবির ঘটনায় দুইজন মারা গেছেন ও একজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। আহত ব্যাক্তিও সেখানেই চিকিৎসা নিচ্ছেন। আমি সেখানেই যাচ্ছি, এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার খোরশেদ আলমের বরাত দিয়ে সেখানকার ডিউটি অফিসার মকবুল হোসেন বলেন, তারা ৯ জন একটি নৌকা নিয়ে ঘুরতে গিয়েছিলেন। এ সময় নৌকাটি রেশমবাড়ির পথে পোতাজিয়া চারমাথা এলাকায় পৌঁছাতেই ডুবে যায়। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে।

তিনি বলেন, যেখানে নৌকাটি ডুবেছিল সেখানে অনেক পানি ছিল। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা দুইজনের মরদেহ উদ্ধার করে। ৯ জনের মধ্যে সাতজন সাতার জানায় তারা সাতরে পাড়ে গিয়ে উঠলেও বাকি দুইজন ডুবে মারা যান বলে জানা গেছে। তবে তারা সবাই বন্ধু কিনা এটা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।

সারাবাংলা/ইআ

টপ নিউজ দুইজনের মৃত্যু নৌকাডুবি সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর